শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

করনার গন টিকা দ্বিতীয় ধাপে উপচে পড়া ভিড়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
করনার গন টিকা দ্বিতীয় ধাপে উপচে পড়া ভিড়

মোঃ মেহেদী হাসান ভাঙ্গুড়া ,

পাবনা বাংলাদেশে পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার থেকে গণ দ্বিতীয় ধাপ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ শুরু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

মঙ্গলবার থেকে এই টিকাদান ‘ক্যাম্পেইন’ কীভাবে শুরু হয়েছে ১৮ বছর তনুধ্ব ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী জনগোষ্ঠী অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশের বেশি বয়সী জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী তার‌ই ধারাবাহিকতায় আজ পাবনা

ভাঙ্গুড়া উপজেলায় ৯টি কমিউনিটি ক্লিনিকে গন টিকা দেওয়া হয় , খানমরিচ ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিকে গন টিকা দেওয়া হয় উক্ত ১/মাদারবাড়িয়া কমিউনিটি ক্লিনিক ২/চন্ডিপুর কমিউনিটি ক্লিনিক ৩/ পুকুর পাড় কমিউনিটি ক্লিনিক , অষ্টমনিষা ইউনিয়ন , ছোট বিশাকোল কমিউনিটি ক্লিনিক ,বায়‌ই হাট কমিউনিটি ক্লিনিক ভাঙ্গা জোলা , ভাঙ্গুড়া ইউনিয়ন কলকতি কমিউনিটি ক্লিনিক , ও মন্ডতোষ ইউনিয়নেও দেওয়া হয় বাকি গুলো বৃহস্পতিবার দেওয়া হবে ও দ্বিতীয় ডোজ এক‌ই স্থানে দেওয়া হবে ।