শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দেশে আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ১৫৮ জন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২ হাজার ১৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৬৪ জন সুস্থ হয়েছেন।

মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৮ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুর ৬ জন সিলেট ১ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।