শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুর ইউনিয়ন আ.লীগের শোক দিবস ও গ্রেনেড হামলা পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার,ফরিদপুর(পাবনা)ঃ ৩১ আগষ্ট ফরিদপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রশিদ মেম্বরের সভাপতিত্বে নেছড়াপাড়া বাজারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার। অন্যানদের মধ্যে উপজেলা আ.লীগের সহসভাপতি ও বনওয়ারীনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি,মেয়র প্রার্থী হাসান আলী,উপজেলা আ.লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মানান,উপজেলা আ.লীগের সম্পাদক আলী আশরাফুল কবীর,সদস্য ও মেয়র প্রার্থী আব্দুল হালিম, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাতাব উদ্দিন,পৌর আ.লীগের সভাপতি আবুল হাশেম,সম্পাদক আবুল এহসান জন,ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মাজেদ সরকার,সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন,৩ নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক ডা.রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদ,যুবলীগ নেতা হাফিজ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। পরে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।