শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় নানা আয়োজনে পালিত হল শেখ রাসেল দিবস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
ভাঙ্গুড়ায় নানা আয়োজনে পালিত হল শেখ রাসেল দিবস

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্ম বার্ষিকী। সোমবার (১৮ অক্টোবর) দিনব্যাপি শেখ রাসেল এুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ , আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , দোয়া মহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনেও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩(চটিমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে প্রধাণ অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ী শিশুদের হাতে পুরুষ্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন,ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সল বিন আহসান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন , যুবনেতা ইবনুল হাসান শাকিল,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

অপর দিকে উপজেলা আওয়ামীলীগ তাদের দলীয় কার্যালয়ে দিবস টিতে নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচীতে দিবস টি পালন করেন।