সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কিউকমের সিইও রিপন কারাগারে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

একদিনের রিমান্ড শেষে আজ শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মামুন-উর রশীদ।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য গত ১৩ অক্টোবর শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম।

রিপন মিয়াকে গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে করা মামলায় শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম।