শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত । ৫ অক্টোবর সন্ধ্যায় পাটুলী পাড়া মাদ্রাসা মোড় তারেক মার্কেটের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, প্রথম দফার নির্বাচন শেষ, দ্বিতীয় ধাপের শুরু হয়েছে।

তৃতীয় ধাপে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীরা ততই সভা-সমাবেশ, উঠান বৈঠক, পথসভার মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ডাঃ মফিদুল ইসলাম মনির সভাপতিত্বে ও মোঃ আবুল হাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম মধু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মজনুর রহমান, পার- ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ সাইদুর রহমান,প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের সাফল্যের কথা উল্লেখ্য করেন, তবে তিনি এলাকার গরু চুরি রোধ করতে পারেন নাই আমি গত ১৮ বছর চেয়াম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেছি,আপনারা আমার সম্পর্কে জানেন আমি কথা দিচ্ছি আপনারা রাতে ঘুমাবেন আমি জেগে থাকবো আপনাদের একটি গরুও চুরি হবে না, তার জন্য নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হবে।

তিনি আরো বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনার সংস্কার সাধন এমনকি নারী ও শিশু নির্যাতন বন্ধসহ বাল্য বিবাহ রোধ্যে কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।