শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল, এতে কোনো সন্দেহ নেই : পাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ অক্টোবর, ২০২১
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল, এতে কোনো সন্দেহ নেই : পাপন

ক্রীড়া ডেস্কঃ

প্রথমবার কোনো প্যানেল ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনের ১৭১ জন ভোটার ছিলেন। কিন্তু সাত বিভাগের মধ্যে পাঁচ বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটার সংখ্যা দাঁড়ায় ১২৭ জনে। তাদের মধ্যে ১১৪ জন ভোটার ভোটে অংশ নেন। যেটাকে মোটামুটি সুষ্ঠ প্রক্রিয়ায় হয়েছে বলে জানিয়েছেন গত দুইবারের নির্বাচিত সভাপতি ও এবারের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান পাপন।

প্রতিবারই প্যানেলে নির্বাচন হওয়ায় অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। যেটাকে দূর করতে এবার কোনো প্যানেলই করেননি নাজমুল হাসান পাপন। যার কারণে এবারের নির্বাচনের ২৩ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩২ জন। তবে তাদের মধ্যে ৫ জনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। যদিও একজন ব্যতীত বাকিদেরটা নির্ধারিত সময়ের পরে হওয়ায় গ্রহণ করেনি নির্বাচন কমিশন।

বুধবার ভোট প্রদান শেষে পাপন জানান, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে (এমন নির্বাচন) দেখি নাই। গত দুইবার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল এতে কোন সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিয়েছে এটাই হলো বড় কথা। তবে আরো খুশি হতাম যদি আরও অনেকের অংশগ্রহণ থাকতো।’

তিনি বলেন, ‘আমরা যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। কোথাও কোথাও ৯৯ ভাগ, মানে সবাই ভোট দিতে এসেছে। এই যে ভোট কাস্ট হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। সাধারণত নির্বাচনে দেখি যে অনেকে ভোট দিতে আসে না, তাদের মতামত আমরা পাই না। এই নির্বাচনে অলমোস্ট সব ভোট কাস্ট হয়েছে।’

অনেক যোগ্য ব্যক্তি এবারের নির্বাচনে না আসায় পাপন বলেন, ‘আরো খুশি হতাম যদি আরও অনেকের অংশগ্রহণ থাকতো। আরও অনেক ভালো ভালো ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত লোক আছে। আমি ব্যাক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারত এ রকম অনেকেই আসে নাই (নির্বাচনে) আসতে পারত কিন্তু আসে নাই। এটা আমার মনে হয়। হতে পারে এটা প্রথম নির্বাচন বলে তারা একটু সন্দিহান ছিল কিন্তু সামনের নির্বাচনে তারা সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে এটাই আমি চাই।’

নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আগে যে বোর্ড ছিল সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয় নাই। এবারও যারা আসবে তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোন কারণ নেই।’