রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দিল্লির আদালত কক্ষে গোলাগুলি, নিহত ৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
দিল্লির আদালত কক্ষে গোলাগুলি, নিহত ৪

অনলাইন ডেস্ক/

দিল্লির আদালতকক্ষের মধ্যেই চলল গুলি। এ সময় আদালতে দুপক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে নিহতের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। বেশ কিছু সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল। আদালতে দুপক্ষের গোলাগুলির মধ্যে পাল্টা গুলি চালায় দিল্লি পুলিশ। পুলিশের গুলিতেই দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন।

কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। পরে আজ আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তার বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ পুলিশের।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল জানান, আইনজীবীর পোশাক পরে সন্ত্রাসীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।