শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় ২৫০ মন চোরাই পাট জব্দ : এক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ আগস্ট, ২০২০

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া মডেল থানার পুুলিশ উপজেলার পাট ব্যবসায়ী ইমারত আলীর গুদাম থেকে শুক্রবার রাতে ২শত ৫০মন চোরাই পাট জব্দ করেছে। এই পাটের দাম প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পুলিশ এ সময় ব্যবসায়ী ইমারত আলীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ও চোরাই পাট জব্দ মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন গনমাধ্যম কর্মীদেরকে জানান, কিশোরগঞ্জের পটিয়াদি উপজেলার পাট ব্যবসায়ী সুমন সাহা হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ২৫০মন পাট কিনে গত ১৬ আগস্ট বিকেলে ট্রাক যোগে এই পাট যশোর পাঠান। ওই সময় পাটবাহী ট্রাকে চালক ও হেলপার ছাড়া আর কোন লোক ছিল না। ১৬ আগস্ট রাত থেকে কথিত ট্রাকের চালক ও হেলপারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সময়মত পাট যশোর না পোঁছার কারনে সুমন সাহা বিষয়টি পটিয়াদি থানায় জানান। পরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে সুমনের পাট সিরাজগঞ্জের উল­াপাড়ার পাট ব্যবসায়ী ইমারত আলীর গুদামে নামানো হয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশের নেতৃত্বে পুলিশ ২১ আগস্ট রাতে কথিত ইমারত আলীর পাট গুদামে অভিযান চালিয়ে ২৫০ মন পাট জব্দ করে। এ সময় ইমারত আলীকে গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান. উলি­খিত পাটবাহী ট্রাকের চালক ও হেলপার যোগসাজশ করে এই পাট চুরি করেছেন। তারা পলাতক রয়েছেন। পুলিশ এদেরকে ধরার চেষ্টা করছে। গ্রেফতার পাট ব্যবসায়ী ইমারত আলী এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।