শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভারতে লরিচাপায় ১৮ শ্রমিক নিহত, আহত ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ জুলাই, ২০২১

ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার গভীর রাতে লরিচাপায় কমপক্ষে ১৮ শ্রমিক নিহত ও ২৪ জন আহত হয়েছে। উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লখনৌ জাতীয় সড়কে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, রাম সানেহি ঘাট থানার অদূরে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। তাদের ওপর দিয়েই চলে যায় লরিটি।

পুলিশ আরও জানিয়েছে, ওই বাসটি ১৪০ জন শ্রমিক নিয়ে হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। লখনৌ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে যান্ত্রিক ত্রটি দেখা দেয় বাসটিতে।

এ সময় মেরামতের জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল বাসটি। বাসে আসা শ্রমিকরা বাসের সামনে রাস্তায় ঘুমচ্ছিলেন। সেই সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।