শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় মৃত্যুর পর জানা গেল আইডিয়াল স্কুলের বাবু করোনা পজেটিভ ছিলেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
করোনা উপসর্গ নিয়ে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের অফিস সহকারী কাম জুনিয়র শিক্ষক মঞ্জুর কাদির বাবু’র(৫০)মৃত্যুর পর জানা গেল তিনি করোনা পজেটিভ ছিলেন।

প্রচন্ড শ্বাস কষ্ট,কাশি ও অস্থিরতা নিয়ে তিনি ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর আগে তিনি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক দ্বারা ব্যবস্থাপত্র লিখে নেন। সে অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু গত ২৭জুলাই সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের বেডেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান সহকারী সরকার হুমায়ুন কবির বলেন,ম্ঞ্জুর কাদির বাবু’র মৃত্যুর পর তার দেহ থেকে করোনার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। গতকাল বুধবার তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম জানান, শরৎনগর পশুর হাটে মঞ্জুর কাদির কোরবানির গরু কিনতে যান। তার পর থেকে তিনি জ্বর,কাশি ও শ্বাস কষ্ট অনুভব করেন। তাতেই তার মৃত্যু হয়। তবে তার পরিবারের সদস্যরা সকলেই ভালো আছেন।