রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বৃহস্পতিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায়  সভাপতিত্ব  করেন  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান,অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা  অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রহিমা খাতুন প্রমূখ।

ডাঃ হালিমা খানম বলেন, আগামী ৫-১৯ জুন পর্যন্ত প¶কালব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। সে সময় তিনি শিশুদের টিকা দিতে ভরা পেটে নিয়ে আসার অনুরোধ জানান। সভায়  স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকরা তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে এই টিকা খাওয়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।