শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ জুন, ২০২১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় গাছের কাঁচা তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে সবুজ হোসেন (৩২) নামের এক যুবক মারা গেছেন।

সোমবার (৩১ মে) দুপুর ২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ ওই এলাকার ইসমাইল হোসেন সরদারের ছেলে। পেশায় তিনি একজন রংমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি তালগাছের কাঁচা তাল (তাল শাঁস) পাড়ার জন্য বড় একটি জাম গাছে ওঠে। সেখানে বাঁশের কাচা লগি দিয়ে তাল পারার মুহূর্তে ওই গাছের ওপর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে স্পৃষ্ট হয়ে বিদ্যুৎ লাইনে জড়িয়ে থাকার পরে গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।