রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ মে, ২০২১

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার উত্তরাঞ্চলীয় উপকূলে ইয়াসের আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার পরপরই ওড়িশায় আছড়ে পড়তে থাকে ঘূর্ণিঝড় ইয়াস। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের

তিন থেকে চার ঘণ্টা এই ঝড় অব্যাহত থাকবে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি ওডিশার উপকূল অতিক্রম করবে। পুরো ঝড়টি ওডিশা উপকূল অতিক্রম করে যেতে বিকেল গড়িয়ে যেতে পারে। ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলেও ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা খুলনা ও বরিশালে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে।