রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শিবচরে স্পিডবোট সংঘর্ষের ঘটনায়: চালক ও মালিকসহ ৪ জনকে আসামী করে মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ মে, ২০২১

মাদারীপুরে পদ্মা নদীর কাঁঠালবাড়ি ঘাটে একটি বালুবাহী বাল্কহেড কার্গোর সাথে যাত্রীবাহী একটি স্পীডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় রোববার রাতেই স্পীডবোটের চালক ও মালিকসহ ৪ জন আসামী করে একটি মামলা দায়ের করেছে নৌপুলিশ।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানিয়েছেন, কাঁঠালবাড়ি (বাংলাবাজার) ঘাটের নৌ ফাড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে স্পীডবোট চালক শাহ-আলম, স্পীডবোটের মালিক কান্দু মোল্লা ও জহিরুল ইসলাম, শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম আকনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে শিবচর থানায় মামলা দায়ের করেছে।

ওসি মিরাজ জানিয়েছেন, স্পীডবোট দুর্ঘটনায় গতকাল রাতের ভেতরেই নিহত ২৬ জনের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মামলার আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।