রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ১৯ মিনিটে রাজশাহী, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, বগুড়া, নাটোর, কুষ্টিয়া, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল ৫.৬।

বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানান, ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে অনেকের ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশের পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য মতে, বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, ভূমিকম্পটি নেপাল-সিকিম সীমান্তে অনুভূত হয়। এ ছাড়া আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।