শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সংবাদ প্রকাশের পর ভাঙ্গুড়ার সেই নিখোঁজ খোকন ঈশ্বরদী থেকে উদ্ধার 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩১ মার্চ, ২০২১

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : “ডিডিএননিউজবিডি ডটকম” এ সংবাদ প্রকাশের পর ভাঙ্গুড়া থেকে নিখোঁজ হওয়া সেই মানসিক ভারসাম্যহীন খোকন সরদারকে (৪০) ঈশ্বরদী থেকে উদ্ধার করেছেন তার পরিবার।

বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

খোকন উপজেলার সদর ইউনিয়নের ৭ং ওয়ার্ডের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের মৃত গোলজার হোসেন সরদারের ছেলে।

ঘটনার দিন সন্ধ্যায় খোকনের মা খোদেজা বেগম ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ খোকনের স্ত্রী শিউলী খাতুন বলেন, আমার স্বামী র্দীঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। পরে আমরা আত্মীয় স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান না পেয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে বিষয়টি জানালে তারা একটি সংবাদ প্রকাশ করলে ঈশ্বরদীর এক সিএনজি চালক তার সন্ধান পেয়ে আমাদের জানান।

উল্লেখ্য, গতকাল “ডিডিএননিউজবিডি ডটকম” এ “ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।