সোমবার , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

উল্লাপাড়ায় উন্নয়ন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ মার্চ, ২০২১

রোববার উল্লাপাড়ায় স্কুল পর্যায়ে ‘অবকাঠামো উন্নয়নই দেশের উন্নয়নের পূর্ব শর্ত’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন উন্নয়ন মেলার শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চে এ প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ। এতে চ্যাম্পিয়ন হয় উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল দল এবং রানার আপ হয় এইচ.টি.ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ দল। সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান এতে মডারেটর ছিলেন। পরে অংশ গ্রহণকারীর দল ও কৃতি তার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বিতর্ক প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।