শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা উপজেলা নির্বাচনে মন্ত্রী–সংসদ সদস্যদের হস্তক্ষেপ বন্ধে কঠোর নির্দেশনা : ওবায়দুল কাদের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় দিন ১৮ এপ্রিল। হোসেন আলী ভারতে স্বাধীন বাংলার পতাকা উড়ান আজ ভাঙ্গুড়ায় দুগ্ধজাত ক্ষুদ্র শিল্পের সফল উদ্যোক্তা কলেজ ছাত্র অপু ঘোষ ভাঙ্গুড়ায় নতুন ইউএনও’র যোগদান- জ্ঞানের নিষ্প্রভ বাতিঘর কি আবার আলোকিত হবে ? বুয়েটকে জঙ্গিবাদের আখড়া বানানো যাবে না: পররাষ্ট্রমন্ত্রী ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন গরুর হাট ! মাসে কেনাবেচা ৬ কোটি টাকা ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন গরুর হাট ! মাসে কেনাবেচা ৬ কোটি টাকা ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন গরুর হাট ! মাসে কেনাবেচা ৬ কোটি টাকা ভাঙ্গুড়া প্রাণি সম্পদ অফিসের নানা জনপ্রিয় কর্মসুচী !

নুরুর গণচাঁদার হিসাব প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৭৭ সময় দর্শন

মাত্র নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছিলেন নুর-রাশেদরা। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করেছিলেন। সে সূত্র ধরেই এবার কত টাকা গণচাঁদা উঠেছে সে হিসাব প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান।

রোববার (২৫ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে হিসাবই প্রকাশ করেন তিনি। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

হিসাব প্রকাশকালে রাশেদ জানান, ৮টি মোবাইল ব্যাংকিং নাম্বার ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসাবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

রাশেদ বলেন, আমরা গণ মানুষের অধিকার আদায়ে কাজ করছি। এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে।

সময় সংবাদের পাঠকদের জন্য ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনের প্রকাশ করা গণচাঁদার সে হিসাবটি হুবহু তুলে ধরা হলো।

গণঅনুদান সংক্রান্ত কালেকশনের হিসাব।

বিকাশ
01747747755- মো: সোহরাব
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ৬৮ হাজার,
এই একাউন্টে থেকে মোট ব্যায় ১৫ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ১ লাখ ৫৩ হাজার টাকা।

01628592706-মিনা আল-আমিন
এই একাউন্টে মোট কালেকশন ৩ লাখ ৫ হাজার,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৭৬ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ২ লাখ ২৯ হাজার টাকা।

01724703011- আরিফুল ইসলাম
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ৪১৪৪০ টাকা,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৬৪৪০ টাকা
এই একাউন্টে ব্যালেন্স ১ লাখ ৩৫ হাজার টাকা।

01772400567 আবু হানিফ
এই একাউন্টে মোট কালেকশন ১ লাখ ১৩ হাজার,
এই একাউন্ট থেকে মোট ব্যায় ৩২ হাজার,
এই একাউন্টে ব্যালেন্স ৮১ হাজার টাকা।

01758821025 শাকিল উজ্জামান
এই একাউন্টে মোট কালেকশন ৬৬৫০০ টাকা
এই একাউন্ট থেকে মোট ব্যায় ২০০০০ টাকা
এই একাউন্টে ব্যালেন্স ৪৬৫০০ টাকা।

রকেট:
01819603614-3 মঞ্জুর মোর্শেদ

নগদ:
01819603614 মঞ্জুর মোর্শেদ
মঞ্জুর মোর্শেদের একাউন্টে মোট কালেকশন ১ লাখ ২৩ হাজার, কোন ব্যায় নেই।

01761-880998-5 তুহিন ফারাবী
এই একাউন্টে মোট কালেকশন ৬৫০০, কোন ব্যায় নেই।

ব্যাংক এ্যাকাউন্ট:
Nahidul Islam
Ac.No; 173151161197
Dutch Bangla Bank,
Bhairab Bazar Branch .
এই একাউন্টে মোট কালেকশন ৫৪ হাজার, কোন ব্যায় নেই।

মোট অনুদান: ৯৭৭৪৪০ টাকা
মোট ব্যায়: ১৪৯৪৪০ টাকা
মোট ব্যালেন্স: ৮২৮০০০ টাকা

 

সূত্র:সময় টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন - রায়তা-হোস্ট সহযোগিতায় : SmartiTHost
smartit-ddnnewsbd