ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে আগামী ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রাথী ও স্থানীয় যুবলীগ নেতা মোঃ দুলাল মাস্টারের মটর সাইকেল শোডাউনে পুলিশ বাধা দেয় বলে খবর পাওয়া গেছে ।
গত রবিবার বিকালে ময়দানদিঘী বাজারে এ ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়,নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান পদপ্রাথী মোঃ দুলাল মাস্টার ও তার প্রায় ৬শ সমর্থক ৩শ মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় ভাঙ্গুড়া থানার এসআই রমজান আলী ঘটনা স্থলে গিয়ে বাধা দেয়। পুলিশের বাধায় শোডাউন বন্ধ করে দেন দুলাল মাষ্টার। কিছু সময় পরে ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনা স্থলে পৌছে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলুন। নির্বাচন এলে অবশ্যই আচরণ বিধি মেনে শোডাউন করবেন। বর্তমানে করোনাকালিন পরিস্থিতিতে সামাজিক দুরত্ব মানার বাধ্যবাধকতা যেমন রয়েছে তেমনি স্বাস্থ্য বিধিও মানতে হবে। তাই এখন এসব কর্মকান্ড বন্ধ রাখার পরামর্শ দেন।
এ বিষয়ে দুলাল মাস্টার সমবেত ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন,আমরা জননেত্রী শেখ হাসিনার দল করি আর বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। তাই ইউনিয়নের রক্তচক্ষুর কোনো কা-পুরূষের ভয়ে আমারা ভীত নই। সময় এলে সবাই একত্রিত হয়ে শো-ডাউন করব ইনশাল্লাহ। তিনি সবাইকে ধৈর্য ধারন করে অপেক্ষা করতে বলেন। তিনি অভিযোগ করেন প্রতিপক্ষ কুট রাজনীতি করে আমার শোডাউন ভঙ্গ করে দিয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিছু দিন পূবে এই ইউনিয়নে দুটি মাডার হয়েছে। এ নিয়ে জালাই আছি । তারপর এখানে হিউজ মানুষের গ্যাদারিং কাম্য নয়।