মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা নয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৪৭ সময় দর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, করোনার কারণে এবারের দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে মণ্ডপে প্রবেশের সময় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা মহামারির প্রেক্ষাপটে আসন্ন দুর্গাপূজায় মণ্ডপসংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সবার সতর্ক থাকারও সিদ্ধান্ত হয় সভায়। পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন - রায়তা-হোস্ট সহযোগিতায় : SmartiTHost
smartit-ddnnewsbd