বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন

শাহজাদপুরে ১০ টাকা কেজির একট্রাক চাল সহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪১ সময় দর্শন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ন্যায্যমূল্যের চাল রবিবার ভোর রাতে পাচারের সময় ৮ টন চাল সহ ৩ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। আটককৃতরা হল, উল্লাপাড়া উপজেলার পার ছোনতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাক চালক রুবেল (৩০), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে হেলপার আলম (৩৬) ও একই উপজেলার নাগরৌহা গ্রামের কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫৫)। ট্রাক ভর্তি এ চাল সহ আটককৃতদের শাহজাদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। এই চাল কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ও চাল ডিলার পেশকার আলী, আব্দুল হাই প্রামানিক, আজম আলী ও আব্দুর রশিদের বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ ও এলাকাবাসি জানান, রবিবার ভোর রাতের দিকে কৈজুরী বাজার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৮ মেট্রিক টন ওজনের ১৩৪ বস্তা চাল পাচারের জন্য কৈজুরি কবরস্থান, ঋষিপাড়ার সামনের একটি গুদাম ও খামারগ্রাম এ ৩টি স্থান থেকে ট্রাকে উঠানো হয়। এরপর ট্রাকটি কৈজুরি থেকে রওনা দিয়ে উল্লাপাড়া যাওয়ার পথে থানারঘাট করতোয়া ব্রীজের উপর যাওয়া মাত্র গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই আসাদুর রহমানের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের একটি দল চাল বোঝাই ওই ট্রাক, ট্রাকের চালক ও দুই হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসি কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ৪ ডিলার ও চাল পাচারকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ করে।

 

এ দিকে আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ১২ হাজার টাকা ভাড়ায় কৈজুরী থেকে উল্লাপাড়ায় এ চাল নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায়, কৈজুরি কবরস্থান এলাকার সেলিম চৌধুরি, জয়পুরা গ্রামের আলামিন হোসেন, কৈজুরি কচুয়া গ্রামের আক্কাস ব্যাপারি চাল ডিলার আব্দুল হাই প্রামানিক, পেশকার আলী, আজম আলী ও আব্দুর রশিদের কাছে থেকে স্বল্পমূল্যে ক্রয় করেন। এরপর তারা অধিক মূল্যে উল্লাপাড়া উপজেলার মনির নামের এক চাল ডিলারের কাছে বিক্রি করেন। ওই চাল এ দিন ভোররাতে ট্রাকযোগে উল্লাপাড়া নেওয়া হচ্ছিল। একটি নোয়া কারে করে ডিলার মনির ও তার ৩ সহযোগী চাল বোঝাই ট্রাকটি পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশের হাতে চাল বোঝাই ট্রাকটি আটক হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিলার মনির তার ৩ সহযোগী পিছন থেকে কৌশলে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় রবিবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ দিকে এ দিন দুপুরে এলাকাবাসি কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ৪ ডিলার ও চাল পাচারকারীদের শাস্তি গ্রেপ্তারের দাবীতে শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন - রায়তা-হোস্ট সহযোগিতায় : SmartiTHost
smartit-ddnnewsbd