ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ার পত্রিকা এজেন্ট শ্রী দুলাল চন্দ্র দাসের বড় ভাই শ্রী শংকর চন্দ্র দাস পরলোক গমন করেছেন। (ওঁ দ্বিব্যান লোকান স্ব গচ্ছতি) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ভাঙ্গুড়া বাজারের মৃত ননী গোপাল দাসের ছেলে । দীর্ঘদিন তিনি লিভার জন্ডিস ও খাদ্যনালীতে টিউমার রোগে আক্রান্ত ছিলেন।
গত শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অনেক গুণগ্রহী রেখে গেছেন। শনিবার দুপুরের দিকে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শশ্মানে তার মরদেহ দাহ করা হয়। তার মৃত্যুতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল শোক প্রকাশ করেছেন।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু স্বর্গীয় শংকর দাসের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বলেন,তিনি ছিলেন একজন সদালাপি ও হাসি খুশি মানুষ। তিনি ছোটদের যেমন ভাল বাসতেন তেমনি বড়দের সম্মান করতেন। যার ফলে শংকর দাদা সবার কাছেই প্রিয় ব্যক্তি ছিলেন।