উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতুর উপর ট্রেনে কাটা পড়ে নিখোঁজ নারী লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার রাতে এই মহিলার লাশ উদ্ধার করা হয়। মহিলাটির পরিচয় জানা গেছে। তার নাম মোছাঃ রহিমা বেগম (৩৫)। তিনি উলাপাড়ার সলপ ইউনিয়নের চরপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী। শুক্রবার বেলা ১১ টার দিকে এই মহিলা উক্ত রেল সেতুর উপর দিয়ে পায়ে হেঁটে করতোয়া নদী পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। তার লাশ সেতু থেকে নদীতে পড়ে যাবার পর নিখোঁজ হন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এনে ঘটনাস্থলে তাদের নামানো হয়। পরে রাতে উদ্ধার করা হয় রহিমা বেগমের লাশ । সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের কাছে রাতেই ওই লাশ হস্তান্তর করা হয়েছে।