ভাঙ্গুড়া প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জান্নাতুল ফেরদৌস (১৬) নামের এক স্কুল ছাত্রী পিতামাতার উপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা মসজিদ পাড়া গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের বুরুজ আলীর মেয়ে ও অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে পিতা মাতার সাথে জান্নাতুল ফেরদৌস এর রাগারাগি করে আসছিল। এ কারণে দু’তিন দিন কাটে তার না খেয়ে । মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সবার অজান্তে নিজের শয়ন ঘরের ডাবের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহতা করে। পরিবারের লোকজন বিষয়টা টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় মেম্বরকে খবর দেওয়া হয়।।
অষ্টমনিষা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জলিল খান বলেন, মেয়েটি অভিমান করেই আত্মহত্যা করেছে।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এস আই কালাম বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।