ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় স্বামী তালাক দেয়ায় মৌমিতা খাতুন (২৮) নামে এক নববধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের কালিকাদহ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মৌমিতা ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কামরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর মৃত ওই নারীর স্বামী কামরুল ইসলাম তার প্রথম স্ত্রী ও অন্যান্য সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।
জানা গেছে,প্রথম স্ত্রী ও এক সন্তান রেখে সম্প্রতি পার্শ্ববর্তী চিথুলিয়া গ্রামের শবদেল আকন্দের মেয়ে মৌমিতাকে বিয়ে করেন কামরুল। কিছুদিনের মধ্যে তার সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। তুচ্ছ কারণে তিনি মৌমিতার উপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন। গত সোমবার রাতে এনজিও থেকে ঋণ নেওয়ার কথা বলে কৌশলে কামরুল স্ত্রী মৌমিতার কাছ থেকে তালাক নামায় স্বাক্ষর নেন।
আজ মঙ্গলবার তালাকের বিষয়টি জানতে পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মৌমিতা। প্রতিবেশীরা টের পেয়ে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তোকে মৃত ঘোষণা করেন।
মৃত গৃহবধূর পিতা শবদেল আকন্দ বলেন,মিথ্যা বলে তালাকের কাগজে স্বাক্ষর নেওয়ায় মনোকষ্টে আমার মেয়ে আত্মহত্যা করেছে।
ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে মঙ্গলবার রাতে আত্মহত্যা প্ররোচনার একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেলা মর্গে পাঠানো হয়েছে।