উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা এ আর জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়েছেন। সপ্তাহ খানেক ধরে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জাহাঙ্গীরের চিকিৎসা দিচ্ছে। এ আর জাহাঙ্গীর তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, সাংবাদিক এ আর জাহাঙ্গীর সহ মঙ্গলবার মোট ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের তিন জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। এ নিয়ে এখন পর্যন্ত এখানে মোট ৬০ জনের করোনা শনাক্ত হলো।