আমার ভাঙ্গুরা –
পাবনা জেলার অন্তর্গত সুন্দর একটি গ্রাম,
বড়াল নদীর পাশে এটি ভাঙ্গুরা তার নাম।
সবুজে ঘেরা চারপাশ তার পাশে বহে নদী,
মুগ্ধ হবেন সন্দেহ নাই একবার ঘুরে আসেন যদি।
গুমানী, বড়াল দুটি নদী এই উপজেলার প্রাণ,
হরেক রকম মাছে ভরা , স্বাদ অফুরাণ।
চলনবিলের কিছু পাবেন এই ভাঙ্গুরার মাঝে,
শস্য-শ্যামলে হৃদয় নাচে সকাল কিবা সাঝে।
এখানে মানুষ অনেক মিশুক, থাকেন সবাই মিলে মিশে,
দুখে-সুখে ভাগ করে তারা থাকতে ভালবাসে।
বহু গুণীজনের জন্ম এখানে, গর্ব ভাঙ্গুরার,
ধন্য আমি জন্ম এখানে, ভাসি আনন্দে বার বার।