উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার ভ্রাম্যমান আদালত উল্লাপাড়ায় ৭ জুয়াড়ি ও ১ চোরকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, বন্যাকান্দি গ্রামের মানিক হোসেন (৪০), এরশাদ আলী (৩২), পুকুপাড় গ্রামের জুলফিকার আলী ভুট্টু (৩৫) এদেরকে ৩ মাসের জেল দেওয়া হয়। এছাড়া বন্যাকান্দি গ্রামের নান্নু (৩৫), সদাই রাঘববাড়ীয়ার হেলাল (৫০), আমজাদ হোসেন (৫৫), দমদমার সুলতান মাহমুদ (৩২) ও শাহজাহানপুর গ্রামের চোর তৈয়ব আলী (২২)। এদের ৫ জনকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, রোববার গভীর রাতে উপজেলার বন্যাকান্দি বাজারের পাশে জুয়া খেলা অবস্থায় এদেরকে সবাইকে আটক করা হয়। সোমবার দুপুরে এদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।