উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার চক চৌবিলা গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (৭০) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালি………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। রোববার বিকেলে চক চৌবিলা ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের মৃত্যুতে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।