নিজস্ব প্রতিবেদক,পাবনা :
র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা সদর উপজেলার দ্বীপচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে। আটককৃত শামীম (২২) দ্বীপচর মেম্বারপাড়ার শুকুর আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, শনিবার দুপুরে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল দ্বীপচর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে শামীমকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। র্যাবের দাবী আটককৃত যুবক অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং সে অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।