উল্লাপাড়া(সিরাজগ্ঞ্জ)প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় উল্লাপাড়ায় সর্বোচ্চ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যবিভাগের পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, আওয়ামী লীগ নেতা, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ। এ নিয়ে এখন পর্যন্ত এখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন শনিবার গণমাধ্যম কর্মীদেরকে জানান, গত মার্চ মাস থেকে এ যাবত উল্লাপাড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ। এদেরকে স্ব স্ব বাড়িতে হোমকোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, আমাদের অসচেতনতাই করোনার অধিক সংক্রমনের কারণ।