জানার ইচ্ছা জিজ্ঞাসাতেই !
– কবি মোঃ নূরুজ্জামান সবুজ
মুখের কথায় ভিজেনা চিরা
লাগে পানি কিম্বা দই
লম্ফ দিয়া গাছে যায়না চড়া
লাগে পায়া কিম্বা মই।।
অন্ধকারে চলেনা দৃস্টি
লাগে লন্ঠন আলোক তার
বিনা মেঘে হয়না বৃষ্টি
যতই খড়ায় পুরুক চর।।
জ্ঞান ছাড়া হয়না জ্ঞানী
গুণজ্ঞান ছাড়া গুণীজন
ধন থাকিলেই হয়না ধনী
অর্থ ছাড়া মহাজন।।
মুছে যাওয়া দিনগুলিতে
মিছেই হলো ঘোরাঘুরি
স্বপ্ন ভঙ্গে দর্পচূর্ন
বাস্তবতায় আসি ফিরি।।
শোনা কথা শুনে শুনে
কাব্যকথা করি পেশ
জানার ইচ্ছা জিজ্ঞাসাতেই
অজ্ঞতাটায় কাটছে বেশ।।