সিরাজুল ইসলাম আপন: পাবনার ভাঙ্গুড়া থানায় নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন স্থানীয় প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনমিয় করেছেন। মঙ্গলবার রাতে থানা কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে সাংবাদিকদের সাথে সীমিত পরিসরেে এই সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ওসি (তদস্ত) মোঃ নাজমুল হক,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক এবং দি নিউ নেশন পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি অধ্যাপক মাহবুব-উল-আলম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি এবং দৈনিক নতুন বিশ্ববার্তার প্রতিনিধি প্রভাষক মো: গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি মো: আয়নুল হক,সিনিয়র সাংবাদিক ও দৈনিক করোতয়ার ভাঙ্গুড়া প্রতিনিধি বিকাশ কুমার চন্দ, যুগ্ম সম্পাদক ও আজকালের খবরের ভাঙ্গুড়া প্রতিনিধি হেলাল খান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী, দৈনিক আমাদের সময় ও নিউজ পাবনা ডটকম এর ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ মানিক হোসেন, সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক পাবনার আলোর নিজস্ব প্রতিনিধি (চাটমোহর ও ভাঙ্গুড়া) সিরাজুল ইসলাম আপন ও দৈনিক চলনবিল প্রতিনিধি মিনু রহমান খান।
মত বিনময়কালে ওসি মুহম্মদ আনোয়ার হোসেন এই উপজেলায় মাদক নির্মূল ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ব্যক্তিস্বার্থ চরিতার্থর উদ্দেশ্যে কোন সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার আহবান জানান।
প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম তার বক্তব্যে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহ ও দ্রুত তথ্য প্রদানে নতুন ওসির সহযোগিতা কামনা করে বলেন,পুলিশের ভাল কাজে সহযোগিতার জন্য সবসময়ই প্রেসক্লাব তাদের পাশে থাকবে।
উল্লেখ্য গত ২৮ জুন নবাগত ওসি মুহম্মদ আনোয়ার হোসেন রাজশাহী জেলার পুলিশের গোয়েন্দা শাখা থেকে পদায়ন পেয়ে ভাঙ্গুড়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। ঢাকা জেলা তার জন্মস্থান। তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে সম্মানসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করে ঐ বছরেই বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই পদে যোগদান করেন। অপরদিকে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জেলার পার্শ্ববর্তী ফরিদপুর থানায় যোগদান করেছেন।